মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ অভিনব প্রতিবাদ আওয়ামী লীগের

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ করেছে জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শহরের শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এ প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে ব্যারিস্টার জুনায়েদ হাসিব জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট হয়ে দেশে সন্ত্রাস-নৈরাজ্য এবং হরতাল ও অবরোধসহ জ্বালাও-পোড়াও করছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় ভীত নয়। তারা অবরোধ ও হরতাল বয়কট করেছেন। তাই আজ এ কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্য দিয়ে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন।