আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূলহোতা ছাত্র-জনতা হত্যার মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রনি আহমেদ আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আবুল গফুরের ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়ার লোক বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি রনি আহমেদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বেশ সক্রিয় ছিল।
জানা যায়, সাম্প্রতি তার নেতৃত্ব আশুলিয়ার শ্রীপুর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সেই ধারাবাহিকতায় আজকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার রনির নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।