লাইফস্টাইল ডেস্ক : ফল শরীরের জন্য খুবই উপকারি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফলাহারের জুড়ি নেই। কথায় আছে ফলে আনে বল। আসলেই তাই, ফল খেলে শরীরে শক্তি আসে। কিন্তু কিছু কিছু ফল আছে, যেগুলো একসঙ্গে খেলে লাভের চেয়ে বরং ক্ষতিটাই বেশি হয়। জানুন সেসব ফল সম্পর্কে।
কলা ও পেয়ারা
ভিটামিন যুক্ত উপকারী ফলগুলোর মধ্যে পেয়ারা ও কলা উল্লেখযোগ্য। তবে এই ফল দুটো একসঙ্গে খেলে বিষের সমান। কারণ এই দুটি ফলই গ্যাসে সমস্যা বাড়িয়ে তোলে।
দুধ ও কমলা
কমলায় থাকে সাইট্রিক অ্যাসিড। তাই দুধ ও কমলা একসঙ্গে খেলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এটি হজমের সমস্যা সৃষ্টি করে।
কমলা ও গাজর
কমলা ও গাজর দুটোই খুবই উপকারী। তবে এগুলো একসঙ্গে খাওয়া কখনোই উচিত নয়। বাজারে অনেক জায়গায় পাওয়া যায় কমলা ও গাজরের জুস এবং অনেকেই তা পছন্দ করে।কিন্তু এই মিশ্রণ স্বাস্থ্যের জন্য বিষ হিসেবে কাজ করে।
আনারস ও দুধ
আনারস ও দুধ একসঙ্গে খেলে পেটে প্রচন্ড গ্যাস হয়। এমনকি বদহজও হতে পারে। তাই দুধ খাওয়ার পরপরই আনারস খাবেন না, কিংবা আনারস খাওয়ার পর দুধ নয়। এই দুই খাবারের মাঝে এক ঘণ্টা বিরতি দেয়া ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।