আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় এমন গ্রামের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে জনসংখ্যার অর্ধেকের বেশি যৌ..ন অপরাধের সঙ্গে যুক্ত। এই গ্রামটি মূলত এমন মানুষদের জন্যই গড়ে তোলা হয়েছে। তবে অবশ্য গুরুতর যৌ..ন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এখানে রাখা হয় না। এ গ্রামে তাদের রাখা হয়েছে যারা যৌ..ন অপরাধের সাজা কেটেছে এবং যৌ..ন অপরাধীদের তালিকায় তাদের নাম যুক্ত করা হয়েছে।
জনসংখ্যা ২০০ জন বিশিষ্ট গ্রামটি ফ্লোরিডার দক্ষিণে অবস্থিত। আর সবচেয়ে বড় কথা, এই গ্রামে পরিবার ও শিশুদের নিয়েও বসবাস করে মানুষজন। ২০০৯ সালে গ্রামটি গড়ে তোলা হয়। এর প্রধান উদ্দেশ্যই হল যৌ..ন অপরাধের সঙ্গে ব্যক্তিরা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে।
ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে, যৌ..ন অপরাধীরা স্কুল, পার্ক বা খেলার মাঠের এক হাজার ফুটের মধ্যে থাকতে পারে না।
এক প্রতিবেদনে বলা হয়েছে, হিংসার সঙ্গে যুক্ত অপরাধী বা সিরিয়াল ক্রিমিনালদের এই গ্রামে থাকতে দেওয়া হয় না। পাশাপাশি শিশুদের যৌ..ন নির্যাতনের মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছে তারাও এই গ্রামে প্রবেশ করতে পারে না। তবে গ্রামের কিছু মানুষ তাদের মধ্যে যৌ..ন অপরাধীদের উপস্থিতিকে সমস্যা বলে মনে করেন।
টাইট সালোয়ার পরে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো মুসকান বেবি
লিন্ডা নমে এক নারী জানান, শুরুতে তিনি রেগে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি কিছু অপরাধীর আচরণে পরিবর্তনও লক্ষ্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।