বলিউডের এই সুন্দরীকে ভালোবেসে আজীবন অবিবাহিত থাকলেন করণ জোহর

koron

বিনোদন ডেস্ক : বলিউডে রোম্যান্টিক ঘরানার সিনেমার জগতে প্রথম দশেই স্থান করন জোহরের । ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কহনা’ বা হালের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ — প্রেমের ছবির পরিচালনায় পেছনে খোদ করন-ই ছিলেন। তবে তার প্রযোজিত সিনেমাগুলি বক্স অফিসে হিট হলেও করণ জোহারের প্রেম কাহিনী কখনও পূর্ণতা পায়নি, তার পরিচয় জানলে চমকে যাবেন।

koron

যদিও বিগত কয়েক বছর ধরে তাকে কোনও ছবি পরিচালনা করতে দেখা যায়নি। তবে খুব শীঘ্রই তাকে আবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে তার কর্ম জীবনের মতো তার ব্যক্তিগত জীবনও দর্শকমহলে যথেষ্ট চর্চিত। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।

বিশেষ কর তার লাভ লাইফ শোনা গেলেও কখনও প্রকাশ্যে এই বিষয়ে তিনি মুখ খোলেন নি। তবে এবার নিজের ৫১ তম জন্মদিনে তার স্বপ্নের নায়িকার নাম প্রকাশ্যে এনেছেন। তার প্রিয় এই সুন্দরী নায়িকা এক সময় বলিউডের বহু ছবিতেও অভিনয় করেছেন।

যখন করণ‌ অনেক ছোট তখন তিনি এই নায়িকার প্রেমে পরেছিলেন বলে যানান। বর্তমানে এই নায়িকাকে বলিউডে আর দেখা যায় না কিন্তু তাও আজও করন ভালোবাসেন তাকে। এখন মুদ্দা কথা হল, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে করণ জোহরের প্রিয় সেই অভিনেত্রী কে?

আসলে করণ জোহরের এই প্রিয় নায়িকা আর কেউ নন তিনি হলেন অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্না। তবে করণের ছোটবেলায় কাছের বান্ধবীর ছিলেন টুইঙ্কেল। এক সময় তারা দুজনেই একই বোর্ডিং স্কুলে পড়তেন। সেই সময় থেকেই টুইঙ্কলের প্রেমে হাবু ডুবু খাচ্ছিলেন করণ।

ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

করণ টুইঙ্কলের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন যে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির টিনা চরিত্রের জন্য প্রথমে টুইঙ্কল কে এপ্রোচ করেছিলেন। কিন্তু টুইঙ্কল সে অফারে রাজি না হওয়ায় এই ছবিতে অভিনয় করেন রানি মুখার্জি (Rani Mukerji)। তার এই প্রত্যাখ্যানের পর ভেঙে পড়েছিলেন করণ। এর পরই টুইঙ্কল বিয়ে করেন অক্ষয়কে।