ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

লাশ

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সুমাইয়া আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লাশ

নিহত সুমাইয়া আক্তার একই গ্রামের প্রবাসী মো. রেনু মিয়ার স্ত্রী। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এলাকাবাসী জানান, শনিবার (২৮ অক্টোবর) রাতে নিজ ঘরে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন সুমাইয়া। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় বিষয়টি নিয়ে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুমাইয়াকে অচেতন অবস্থায় খাটের পাশে পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত সুমাইয়ার স্বজনদের দাবি, সংসারের অশান্তির কারণেই স্বামী ও তার লোকজনের মানুষিক নির্যাতনে সুমাইয়ার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানান।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামনে এলো ভরপুর মাস্তি নিয়ে নতুন ওয়েব সিরিজ

এছাড়া মৃত্যুর বিষয় নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু সঠিক তথ্য জানা যাবে বলেও জানান ওসি।