বাবার মতই বাধ্য সন্তান রাণবীর কন্যা

রাণবীর কন্যা

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই নাকি বাধ্য সন্তান ছিলেন রাণবীর কাপূর। বাবার এই গুণ নাকি নাতনিও পেতে চলেছে, এমনটাই ভাবনা ঠাকুমা নীতু কাপূরের। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

রাণবীর কন্যা

এ বিষয়ে নীতু বলেন, ঋষি কাপূর ছোটবেলা থেকেই তার দুই ছেলেমেয়ে রাণবীর ও রিদ্ধিমাকে পারিবারিক মূল্যবোধ দিয়ে বড় করেছেন। শুধু তা-ই নয়, অর্থের মূল্য কতটা, তার সম্মান করার পাঠ ছোট থেকেই দিয়েছিলেন ঋষি। নীতু বলেন, ‘‘আমার দুই ছেলেমেয়ে খুব বাধ্য ছিলো। কখনো উঁচু গলায় কথা বলেনি বাড়িতে।’’ নীতুর ধারণা বাবার এই গুণগুলি মেয়ে রাহা পাবে।

সবে মাত্র দেড় বছর বয়স রাহা কাপূরের। ঠিক করে মুখে বুলি ফোটেনি এখনো। এর মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল রাণবীর কাপূর ও আলিয়া ভাট্টের কন্যা। মেয়ে রাহাকে চোখে হারান রাণবীর-আলিয়া। তাকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে চান না এই দম্পতি। নিজের ছবির প্রচার হোক কিংবা বিদেশ ভ্রমণ অথবা আম্বানীদের পার্টি, সর্বক্ষণ বাবার কোলে একরত্তি রাহা।

মন্ত্রীর নাতির সঙ্গে মেয়ে জাহ্নবীর প্রেমের কথা স্বীকার করলেন বনি!

বাবা হিসাবে রাণবীর ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন শ্বশুরমশাই মহেশ ভাট্ট, শাশুড়ি সোনি রাজদানের। এবার ছেলের গুণ নাতনি রাহার মধ্যে সঞ্চারিত হবে বলে নিশ্চিত ঠাকুমা নীতু কাপূর।