বাবার পদবি মুছে ফেলল জোলির কন্যা

জোলির কন্যা

বিনোদন ডেস্ক : হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির বড় মেয়ে জাহারা তাঁর বাবা ব্র্যাড পিট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই মনে হচ্ছে। জানা গেছে, জাহারা আর ব্র্যাড পিটের পদবি ব্যবহার করছেন না। বর্তমানে কলেজে পড়ছেন জাহারা। ২০০৫ সালে তাকে দত্তক নিয়েছিল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

জোলির কন্যা

মিরর-এর প্রতিবেদন অনুসারে, জোলি-পিট উপাধির পরিবর্তে জাহারা মার্লে জোলি হিসেবেই কলেজে নিজের নাম নথিভূক্ত করেছেন জাহারা। ১৮ বছর বয়সী জাহারা সম্প্রতি স্পেলম্যান কলেজে নারী ও সামাজিকতা বিষয়ক সংস্থা ‘আলফা কাপা আলফা সরোরিটি’তে যোগদান করেছেন এবং জোলি-পিট হিসাবে নিবন্ধন করার পরিবর্তে তিনি কেবল জোলি দিয়েছেন নিজের নামের শেষে, তাঁর দত্তক পিতার উপাধি বাদ দিয়েছেন। বর্তমানে কলেজের দ্বিতীয় বর্ষে রয়েছেন জাহারা।

সরোরিটি ইনডাকশনের একটি ভিডিওতে জাহারাকে বলতে দেখা গেছে, ‘আমার নাম জাহারা মার্লে জোলি এবং আমি গোল্ডেন স্টেট থেকে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেছি।

’ ভিডিওটি অনলাইনে প্রকাশ হতেই ভক্তরা জাহারার নামের সঙ্গে নতুন উপাধির বিষয়টি খেয়াল করে। এতদিন পর্যন্ত বাবা ও মায়ের যৌথ নামকে উপাধি হিসেবে ব্যবহার করা জাহারা এখন মায়ের অংশটুকুই নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন। অনুরাগীদের মতে, জোলি-পিটের মধ্যে চলমান দ্বন্দ্ব ও লড়াইয়ের কারণেই মাকে বেছে নিয়েছেন জাহারা।
জাহারাকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি এতিমখানা থেকে ২০০৫ সালে জোলি এবং পিট দত্তক নিয়েছিলেন, যখন তাঁর বয়স ছিল ছয় মাস।

ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয়টি সন্তানের মধ্যে জাহারা দ্বিতীয়। বাকী সন্তানদের নাম ম্যাডক্স, শিলো, প্যাক্স এবং যমজ নক্স এবং ভিভিয়েন।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করতেই ২০১৬ সালে বিচ্ছেদ হয় জোলি-পিটের। দুজনের বিচ্ছেদ ও সম্পত্তির বন্টনের লড়াই পৌঁছায় আদালতে।

লোহিত সাগর দিয়ে ফের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করল মায়ের্স্ক

এখনো উভয়ের মামলা চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে দুজনেই একে অন্যের বিরুদ্ধে তিক্ত মন্তব্য করেছেন। এই দম্পতির সন্তানেরা বর্তমানে জোলির অভিভাবকত্বেই রয়েছে।