বিনোদন ডেস্ক : আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। এ খবর এখন পুরানো। নতুন খবর হলো বাবা হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
রবিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সামাজিক মাধ্যমে বাবা হওয়ার খবর জানিয়েছেন খোদ অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে ৯টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।
জানা গেছে সন্তান ও তার মা ভালো আছে। পুত্রের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পলাশ। গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে।
পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।