জুমবাংলা ডেস্ক : মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জমি লিখে দিতে বলছিল বাবা নুরুল ইসলামের কাছে। কিন্তু জমি না দেয়ায় ছেলে শাহজাহানের বিরুদ্ধে সালিসের নামে লোকজন নিয়ে খালের পানিতে চুবিয়ে বাবা নুরুল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নুরুল ইসলামকে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্য সোহাগ টানতে টানতে দক্ষিণ পাশে খাল পাড়ে নিয়ে যায়। সঙ্গে ছিলেন রিপন, রহিম, শাহজাহান, রহিম ও মঞ্জু। নুরুল ইসলামকে খালপাড়ে নিয়ে বড় ছেলেকে জমি না দেয়ার কারণে রিপন মারধর করে খালের পানিতে ফেলে দেন। পরে সবাই কাদার মধ্যে চেপে ধরেন। স্থানীয়রা ছুটে এলে তাদেরকে দেখে নুরুল ইসলামকে কাদাপানির মধ্যে ফেলে রেখে তারা চলে যায়। পরে স্থানীয়রা নুরুল ইসলামকে কাদামাখা অবস্থায় দশমিনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত্য ঘোষণা করেন।
নুরুল ইসলামের মেয়ে কহিনুর বেগম বলেন, ‘আমার বড় ভাই শাহজাহান ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাবাকে জমি লিখে দিতে বলে। তারা যে জমি চায়, বাবা তা দিতে রাজি নন। বাবা বলেন, ‘ওই জমি বিক্রি করে আমার দায়দেনা দেব।’ আমার বড় ভাই ও ভাবি মানতে চান না। এ নিয়ে বহুবার পারিবারিকভাবে বসেছি।
রবিবার সকালে আমার বড় ভাই আর ভাবিকে ইউপি সদস্য সোহাগ, ভাবির ভাই রিপন ও স্থানীয় রহিম, কাইয়ুম ও মঞ্জুকে দিয়ে আমার বাবাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধর করে পানিতে চুবিয়ে মেরে ফেলে। আমার বাবার হত্যাকারীর বিচার চাই।’
৪জি নেটওয়ার্কের সঙ্গে দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে নোকিয়ার এই ফিচার ফোন
দশমিনা থানার ওসি আবদুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।