স্পোর্টস ডেস্ক : বাবর আজম মানেই রেকর্ড। রানের ফোয়ার ছড়িয়ে দেওয়া বাবর আজম এবার লজ্জার রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে বাজে নজির গড়েছেন এই ব্যাটার। ঘরের মাঠের এই সিরিজে টানা তিন ওয়ানডেতে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন পাকিস্তান অধিনায়ক। আর তাতেই বিরল রেকর্ড গড়েছেন তিনি।
ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান পুরো সিরিজের সব কটি ম্যাচেই স্টাম্পড আউট হলেন। শুক্রবার শেষ ম্যাচে মাইকেল ব্রেসওয়েলের অফ স্টাম্পের বাইরের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে বাবর আজম অনেক বাইরে চলে এসেছিলেন। পরে টম ল্যাথাম বল গ্লাভসে নিয়ে ধীরে ধীরে স্টাম্প ভাঙলে ফিরে যান বাবর।
এর আগে প্রথম ওয়ানডেতে গ্লেন ফিলিপসের অফস্পিনে এবং দ্বিতীয় ওয়ানডেতে ইস সোধির লেগ স্পিনে স্ট্যাম্পিংয়ের শিকার হন বাবর আজম। বাবর ৯৫ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন। ২০১৮ এশিয়া কাপের সেই আউটটি ছিল আফগানিস্তানের বিপক্ষে।
ওয়ানডেতে এক সিরিজে তিনবার স্টাম্পড আউট হওয়ার ঘটনা অবশ্য আরও তিনটি আছে। ১৯৯৬ সালে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনবার স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন ওয়াসিম আকরাম।
১৯৯৯ সালে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া সিরিজে ৩ স্টাম্পড হন নাসের হুসেইন।
দ্বিপাক্ষিক সিরিজে ৩ বার স্টাম্পিংয়ের প্রথম ঘটনার সঙ্গে জড়িয়ে জিম্বাবুয়ের স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি। ডানহাতি এ ব্যাটসম্যান ২০০৪ সালে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তিনবার মুরালিধরনের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।