স্পোর্টস ডেস্ক : বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরাতে উঠেপড়ে লেগেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের একাংশ। নিয়মিতই মিডিয়াতে তারা বাবরের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। তবে এসব পাত্তাই দিচ্ছেন না ক্রিকেটে ধ্যানমগ্ন বাবর। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। আজও নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের বিশ্বরেকর্ডের পাশাপাশি করেছেন সেঞ্চুরি।
করাচিতে আজ শুক্রবারের ম্যাচে বাবরের সেঞ্চুরিতে ৩৩৪ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৫০ ওভারের ফরম্যাটে পাঁচ হাজার রানের মাইফলক ছুঁতে বাবরের প্রয়োজন ছিল ১৯ রান। ম্যাচের ১৭তম ওভারের প্রথম বলে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ২৮ বছর বয়সী ব্যাটার। এ জন্য তাকে খেলতে হয়েছে স্রেফ ৯৭ ইনিংস। এরপর ৫৮ বলে ফিফটি পূরণ করেন বাবর।
ধীরেসুস্থে সময় নিয়ে ছুটতে থাকেন তিন অঙ্কের দিকে। অবশেষে ১১৩ বলে ৯ বাউন্ডারিতে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পূরণ করেন পাকিস্তান অধিনায়ক। এরপর অবশ্য থামেন ১০৭ রানে। বাবর ছাড়া আগা সালমান ৪৬ বলে ৫৮ রান করেন। শান মাসুদ করেন ৪৪। শেষদিকে ইফতিখারের ২২ বলে ২৮, হারিসের ৮ বলে ১৭* এবং শাহিন আফ্রিদির ৭ বলে ২৩* রানের ক্যামিওতে পাকিস্তানের স্কোর ৩০০ ছাড়িয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।