একজন গর্ভবতী নারী সাধারণত ২৮০ দিন পরে সন্তান প্রসব করেন। এই সময়ের মধ্যে মাতৃগর্ভে শিশুর পরিপূর্ণ গঠন হয়। অনেক সময় নির্ধারিত সময়ের আগেই শিশুর জন্ম হয়। কিন্তু গর্ভধারণের মাত্র ২১ সপ্তাহের মধ্যেই মানব শিশুর জন্ম নেওয়া এবং বেঁচে থাকার ঘটনা পৃথিবীতে বিরল।
শুনলে অবাক হবেন, মাতৃগর্ভে মাত্র একুশ সপ্তাহ অর্থাৎ পাঁচ মাস থাকার পরেই জন্ম নিয়েছে এক শিশু। আমেরিকার অধিবাসী ওই শিশুর নাম ন্যাশ কিন। ওই শিশুই বিশ্বে সবচেয়ে কম সময়ে জন্মগ্রহণ করার পরেও জীবিত রয়েছে। আর এজন্যই তার নাম জায়গা পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রায় ৪০ হাজার রেকর্ডের মধ্যে রয়েছে ন্যাশের নাম।
ন্যাশের জন্ম গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৫ জুলাই। সম্প্রতি প্রথম জন্মদিন পালিত হয়েছে তার।
ন্যাশ কিনের জন্ম আমেরিকার আইওয়া হেলথ কেয়ার স্টেড ফ্যামিলি চিলড্রেন হাসপাতালে। এতো অল্পদিনে জন্ম নেওয়া শিশুটি খুব জেদী আবার হাসিখুশিও। ন্যাশের বাবা র্যান্ডাল কিন গর্বের সঙ্গে বলেছেন, ‘‘ন্যাশ যখন বড় হবে, তখন সে বলবে আমি এই পৃথিবীতে লড়াই করে এসেছি। আর আমি আরও লড়াই করব।’’
গণমাধ্যমের তথ্য, ন্যাশের জন্মের সময়ে ওজন ছিল প্রায় ২৮৩ গ্রাম, যা একটা সাবানের ওজনের সমান প্রায়। তাকে প্রথম ছয় মাস হাসপাতালের এনআইসিউ (NICU)-তে রাখা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।