আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এক ব্যক্তি পার্কিং লটে পাঁচ হাজার ডলারভর্তি একটি ব্যাগ খুঁজে পান। সেই ব্যাগ পেয়ে একপ্রকার আত্মহারা হয়েছিলেন, ভেবেছিলেন লটারিতে বড় অঙ্কের টাকা জিতেছেন। কিন্তু তার কপালে এখন চলছে শনির দশা! খবর জিও নিউজের।
ওই ব্যাগভর্তি টাকা পাওয়ার পর তার বিরুদ্ধে চুরির তৃতীয় ডিগ্রি অভিযোগ আনা হয়েছে। তবে তিনি বলেছেন, এসবের কিছুই জানেন না তিনি। এই অভিযোগ প্রমাণিত হলে তার পাঁচ বছরের জেল এবং পাঁচ হাজার ডলার জরিমানা হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাগের ভেতরে এমন নথি ছিল, যা সরাসরি ইঙ্গিত করে যে, ওই সব টাকার মালিক কে ছিলেন। তবে ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি বলেছেন, তিনি ব্যাগের ভেতর এমন কিছুই খুঁজে পাননি- যাতে করে টাকার মালিক কে ছিল তা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ মে এসব অর্থ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ট্রামবুল ট্যাক্স কালেক্টর অফিসের একজন কর্মী ব্যাংকে আসার পর এসব টাকা খুঁজে পাচ্ছিলেন না। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে, ব্যাংকের বাইরে এসব অর্থ অসাবধানতাবশত পড়ে যায় এবং ওই ব্যক্তি তুলে নেয়।
ওই ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি পার্কিং লট দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই সময় মাটিতে কিছু পড়ে থাকতে দেখি। তখন আশেপাশে কেউ ছিল না। আমি তা তুলে নিই, সেটা চুরি ছিল না।’
ওই ব্যক্তি আরও বলেন, ‘যারা আমায় চেনে, তারা আমার উদারতা সম্পর্কে জানে। ২০ বছর ধরে আমি এ শহরে বাস করছি, আমি কোনো ঝামেলা চাই না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।