জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারত সীমান্তঘেঁষা নদী মহানন্দায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকার মহানন্দা নদীতে কয়েকজন ব্যক্তির জালে মাছটি ধরা পড়ে।
বাংলাবান্ধা এলাকার তরুণ মনির হোসেন মুঠোফোনে জানান, দুপুরে তিনিসহ এলাকার ২০ ব্যক্তি মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁরা বড় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিলেন। একপর্যায়ে নদীর গভীরে জাল ফেলে পানিতে ডুব দিয়ে তাঁরা মাছ খুঁজতে থাকেন। তখন বাগাড় মাছটি ধরা পড়ে।
মনির হোসেন বলেন, মাছটির ওজন ৩০ কেজি। পরে তাঁরা মাছটি বাড়িতে নিয়ে যান।
এদিকে বড় বাগাড় ধরার খবর ছড়িয়ে পড়লে তা দেখতে আশপাশের এলাকা থেকে নানা বয়সী মানুষ মনিরের বাড়িতে ভিড় জমান।
মনির হোসেন বলেন, ‘আমরা মাঝেমধ্যেই শখ করে মহানন্দা নদীতে মাছ ধরতে যাই। আজ যে মাছটি ধরেছি, সেটি আমরা বিক্রি করিনি। মাছটি কেটে ২০ জন মিলে ভাগ করে নিয়েছি।’
এর আগে সব৴শেষ ৫ জুলাই বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছিল।
তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।