যমুনায় ধরা পড়েছে ৬৩কেজির বাঘাইর

জুমবাংলা ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে জেলের জালে ধরা পড়া এক মাছ ৭৫হাজার টাকা বিক্রি করা হয়েছে। বাঘাইর মাছটির ওজন ৬৩কেজি ছিল।

সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া বাজারে মাছটি বিক্রি করা হয়। ওই এলাকার জেলে বাদশা মিয়া জালে ধরা পড়ে।

বাদশা মিয়া জানান, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি, পরে কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেছি। মাছটি বিক্রি করে মোট ৭৫ হাজার ৬০০ টাকা পেয়েছি।

মাছ কিনতে আসা আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এত বড় মাছ উঠেছে। এমন বড় মাছ বাজারে খুব একটা দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমিও ১২০০ টাকা দিয়ে এক কেজি কিনেছি। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি।