আন্তর্জাতিক ডেস্ক : স্টেট অব দ্য ইউনিয়নে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা এবং রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
বুধবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এই তথ্য জনিয়েছে এবিসি নিউজ। খবর জিইও নিউজের।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ওলেনা জেলেনস্কা এবং ইউলিয়া নাভালনায়াকে যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেনের পাশে বসানোর পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস।
তবে নাভালনির স্ত্রীর উপস্থিতি ইউক্রেনের জন্য অস্বস্তির কারণ হতে পারে, এই যুক্তিতে তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন অনেকে।
যুক্তরাষ্ট্রের স্টেট অব দি ইউনিয়ন হলো একটি বার্ষিক ভাষণ। যেখানে বছরের শুরুতে মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট বর্তমান পরিস্থিতি নিয়ে ভাষণ দিয়ে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।