পানির দামে বিক্রি হচ্ছে টিভিএস এর এই বাইক, পাবেন দুর্দান্ত মাইলেজ

Bajaj Platina 100

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জানলে অবাক হবেন, Bajaj Platina 100 গাড়িতে সেলফ স্টার্ট, এলইডি হেডলাইট এবং শক্তিশালী ইঞ্জিনের মত বিকল্প প্রদান করেছে কোম্পানিটি। যদি এই মুহূর্তে আপনি একটি কম দামের সেরা বাইক কিনতে চান, সেক্ষেত্রে আজকের নিবন্ধটি একমাত্র আপনার জন্য হতে চলেছে।

Bajaj Platina 100

এই মুহূর্তে ভারতের বাজারে একাধিক বাইক উপলব্ধ থাকলেও কম দামের সেরা ফির্চাস যুক্ত বাইক রয়েছে হাতেগোনা কয়েকটি। আজ আমরা আপনাদের জন্য ৭০ হাজারের নিচে সেরা বাইক গুলির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছে। চলুন এই নিবন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক-

Hero HF Deluxe : বর্তমানে ভারতের বাজারে জনপ্রিয় একটি গাড়ি এটি। দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে বাইকটি। এর সেরা বৈশিষ্ট্য গুলির মধ্যে রয়েছে ডিস্ক ব্রেক, সেলফ এবং কিক স্টার্ট, i3s প্রযুক্তি এবং চমৎকার সাসপেনশন। চমৎকার এই বাইকটির বিক্রামূলক এক্স শোরুমে ৬২,৮৮২/- টাকা রাখা হয়েছে।

TVS Sports : ভারতের বাজারে অন্যতম সেরা গাড়ি নির্মাণ সংস্থা TVS-এর সবচেয়ে সস্তার গাড়ি এটি। বর্তমানে ভারতের বাজারে এই গাড়িটির বিক্রয় মূল্য (এক্স শোরুমে) 58,881 টাকা। দুর্দান্ত এই বাইকটিতে 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন থাকায় এর চাহিদা মানুষের মধ্যে ব্যাপক। পাশাপাশি, কমদামের জন্য বাইকটি গ্রাহকদের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।

হলুদ পোশাকে উষ্ণতা ছড়ালেন সুন্দরী যুবতী, ভাইরাল ভিডিও

Bajaj Platina 100 : আজকের নিবন্ধটিতে এটিই হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। জানলে অবাক হবেন, Bajaj Platina 100 গাড়িতে সেলফ স্টার্ট, এলইডি হেডলাইট এবং শক্তিশালী ইঞ্জিনের মত বিকল্প প্রদান করেছে কোম্পানিটি। শুধু তাই নয়, একাধিক রঙে ভারতের বাজারে বিক্রি হচ্ছে গাড়িটি। যদি দামের কথা বলি, তবে দিল্লির এক শোরুমে গাড়িটির বিক্রয় মূল্য 67,808 টাকা রাখা হয়েছে।