সিলেটের জৈন্তাপুরে সারী নদীতে টাস্কফোর্সের অভিযানে বালু বোঝাই ট্রাক আটক

Truck

সুয়েব রানা, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু বোঝাই ট্রাক আটক করা হয়েছে। এ সময় অভিযানের খবর পেলে সারী নদী ৩ এলাকায় বারকী নৌকা ও খালি ট্রাক ফেলে বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়।

Truck

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মধ্যেরাতে সারী নদী লালাখাল পয়েন্টে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সারী-৩ এলাকায় বালু উত্তোলন করে ট্রাক লোডের সময় একটি ট্রাক ( সিলেট মেট্রো- ড -১১-০০৬২) বালু বোঝাই অবস্থায় আটক করা হয়। এ সময় বালুর মাঠে আরো বেশ কিছু ট্রাক বালু উত্তোলনের অপেক্ষায় ছিলো।

এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।

সাগর-রুনি হ..ত্যার ৩২০১ পৃষ্ঠার নথি পেয়েছে পিবিআই

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বার বার অভিযান ও মনিটরিং করার সত্ত্বেও একটি কুচক্রী মহল বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে গভীর রাতে ট্রাক সহ বালু আটক করা হয়েছে। সেই সাথে যে যে ট্রাক বালু লোডের জন্য অপেক্ষমান ছিলো সেগুলোর তথ্য নাম্বার সংগ্রহ করে আনা হয়েছে। তিনি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন।