সুয়েব রানা, সিলেট : গোয়াইনঘাট জাফলংয়ে অবৈধভাবে বালু পাথর উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পার গ্রামের আব্দুল হেকিম দুগ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন বলেন, জাফলং লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নিচ্ছেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি। রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জ্বিত হয়ে হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আহতরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আমি গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন এবং বালুর সাইট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন আপনারা দেখেছেন গতকালকে ইউএনও মহোদয়ের নেতৃত্বে পুলিশ,বিজিবি এবং পরিবেশ অধিদপ্তরের সেখানে ট্রাস্কফোর্সের অভিযান হয় এবং সকল ধরনের বালু পাথর উত্তোলন বন্ধের ঘোষনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে পাথরের আঘাতে কামাল মেম্বার নামের একজন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ পেল সঠিক তদন্তের মাধ্যমে বালু পাথর খোকোদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।