বিনোদন ডেস্ক : কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য ‘এমআর-নাইন’ চলচ্চিত্রে অভিনয় করছেন ক্যাপ্টেন আমেরিকা সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে শিগগিরই এ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হলিউডভিত্তিক পত্রিকা ডেডলাইন।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান অল ব্রাভো লিমিটেড ও এমআর-নাইন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর।
এ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় ঢাকার অভিনেতা এবিএম সুমনের অভিনয়ের কথা রয়েছে; যাকে কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা হিসেবে নির্বাচন করেছিলেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে শুটিংয়েও অংশ নিয়েছেন এ অভিনেতা।
সিনেমায় ফ্র্যাঙ্ক গ্রিলোর চরিত্র নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি; প্রধান নির্বাহী কর্মকর্তা অলিমুল্লাহ খোকন কোনো তথ্য জানাতে পারেননি।
খোকন জানান, যুক্তরাষ্ট্রে দৃশ্যধারণ শেষে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ সিনেমার দৃশ্যধারণ করা হবে। ফ্র্যাঙ্গ গ্রিলোসহ বিদেশি অভিনয়শিল্পীদেরও বাংলাদেশে আসার সম্ভবনা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন।
‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলডার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়্যার’ ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন গ্রিলো।
মাসুদ রানা সিরিজের ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, নির্মাতা আসিফ আকবর ও তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। সিনেমায় সুলতা রায়ের চরিত্রে বিদ্যা সিনহা মিমের অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তিনি সরে দাঁড়িয়েছেন; তার চরিত্রে কাকে নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।