বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে নামবে আগামী অক্টোবরে। মালদ্বীপের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।

এর আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঢাকায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ ৩ সেপ্টেম্বর করা হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলতে চায় আফগানিস্তান। এজন্য বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলতে চায় তারা। বাংলাদেশে আসার পরেও এটি বাফুফেকে জানিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। সেই দাবি পূরণে ফিফা ও এএফসির কাছে আবেদন করে বাফুফে।

এএফসি আজ সেই আবেদন মঞ্জুর করায় অনুমোদন দিয়েছে ফিফাও। এ প্রসঙ্গে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ম্যাচটি ৪ সেপ্টেম্বর হলে ফিফার স্বীকৃতি পাওয়া যেতো না। যে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে। এরই মধ্যে পুনর্নির্ধারিত শিডিউল অনুমোদন দিয়েছে ফিফা।