স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর মিরপুরে ফেরার দিনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০০ রানের আগেই ভারতীয়দের আটকে দিয়ে সিরিজে ফেরার জোরাল আভাস দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী দল। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে অধিনায়ক জ্যোতির বিদায়ের পর শেষ ওভারে তিন উইকেট হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ হেরেছে বাংলাদেশ। এর মধ্যে দিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিদের।
এর আগে আজ, মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এরপর টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানের নড়বড়ে সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশও। তবে ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক জ্যোতি আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে তারা।
সহজ ম্যাচও হাতছাড়া করল বাংলাদেশশুরু থেকেই সাবধানী ঢঙয়ে খেলতে থাকে সফরকারীরা। কিন্তু পঞ্চম ওভারে গিয়েই হোঁচট খায় আগের ম্যাচের জয়ীরা। ক্রমেই পরপর দুই ওভারে তিন উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় হারমনপ্রীত কৌরের দল। পানি পানের বিরতির আগেই টপ-অর্ডারের ৪ উইকেট খুইয়ে বসে তারা।
এর আগে, ওপেনিং জুটিতে ৩৩ রান যোগ করেন স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা। বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তারের বলে আউট হয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরেন মান্দানা। এরপর শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ওপেনার শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সোবহানার তালুবন্দী হওয়ার আগে ১৪ বলে ১৯ রান করেন শেফালি।
এরপর ক্রিজে নেমে রানের খাতা খোলার আগেই সুলতানার বলেই বোল্ড হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় রান সংগ্রহের পথ রুদ্ধ হয়ে যায় ভারতীয়দের। শেষ দিকে আমানজোত করের ১৪ ও দীপ্তির ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ৯৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল ভারতীয়রা। বাংলাদেশের হয়ে সুলতানা তিনটি, ফাহিমা দুটি উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।