স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। এটা সুপার ফোর পর্বেরও শেষ ম্যাচ। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পাওয়া টাইগারদের আজ ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ইতোমধ্যেই ফাইনালের লড়াই থেকে বিদায় ঘটে গেছে বাংলাদেশের।
আজকের ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতা। ম্যাচের আগের দিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া কড়া কথা বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সেইসঙ্গে বলেন, ভারত ম্যাচে জয় নিয়েই তারা দেশে ফিরতে চান।
বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক অভিষেক হবে পেসার তানজিম হাসান সাকিবের।
নাঈম শেখ বাদ পড়েছেন। সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং এনামুল হক বিজয়। গত বছর ডিসেম্বরে চট্টগ্রামে এই ভারতের বিপক্ষেই বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এনামুল। এছাড়া মুস্তাফিজুর রহমান দলে এসেছেন।
অন্যদিকে ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারত দ্বিতীয় সারির দল খেলাচ্ছে আজ। বিরাট কোহলিসহ পাঁচজন ক্রিকেটার আজ বিশ্রামে আছেন।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।