স্পোর্টস ডেস্ক : টানা দুই হারে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ক্ষীণ হয়ে গিয়েছিল আগেই। কাগজে-কলমে যতটুকু আশা ছিল, সেটাও শেষ হয়েছে আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় হারে নারী টি-২০ বিশ্বকাপের ইতি টানল টাইগ্রেসরা।
দুবাইয়ে শনিবার (১২ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭.২ ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
নিজেদের ইতিহাসে এক দশক পর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তাতে স্বপ্ন তৈরি হয়েছিল সেমিফাইনালের। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে সেই এক জয়েই সন্তুষ্ট থাকতে হলো জ্যোতিদের।
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি লাল সবুজরা। এদিন টস জিতে ব্যাট করতে নেমে হতাশ করেছেন সোবহানা মোস্তারিরা। রান পেলেও টি-২০ সুলভ ব্যাট করতে না পারায় স্কোরবোর্ডে পর্যাপ্ত পুঁজি জমা করতে পারেননি তারা।
২ বল খেলে শূন্য রানে দিলারা আক্তার আউট হওয়ার পর টপ অর্ডারের বাকি দুই ব্যাটার সাথী রানি ৩০ বলে ১৯ আর মোস্তারি ৪৩ বল খেলে করেন ৩৮ রান। ৩৮ বল খেলে ৩২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রোটিয়াদের হয়ে ১টি করে উইকেট নেন মারিজানে ক্যাপ, আন্নেরি ডের্কসেন ও ননকুলুলেকো ম্লাবা।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লরা উলভার্ট সুবিধা করতে না পারলেও ম্যাচজয়ী ইনিংস খেলেন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। উলভার্ট ১২ বলে ৭ আর ব্রিটস ৪১ বলে ৪২ রান করে আউট হন। আন্নেকে ২৫ বলে ২৫, ক্যাপ ১৩ বলে ১৩ আর ক্লোয়ে ট্রায়ন ১৩ বলে ১৪ রান করে দলের জয়ে অবদান রাখেন। টাইগ্রেসদের হয়ে ১৯ রান খরচায় ২ উইকেট নেন ফাহিমা খাতুন। বাকি ১ উইকেট নেন রিতু মনি।
এ হারে বিশ্বকাপ যাত্রা শেষ হলো বাংলাদেশের। ‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত। শেষ চারের জন্য লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করতে লড়তে হবে ভারত ও নিউজিল্যান্ডকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।