স্পোর্টস ডেস্ক : মাতসুশিমা সুমাইয়া, জন্ম ও বেড়ে ওঠা জাপানে হলেও হৃদয়ে ধারণ করেন বাবার দেশ বাংলাদেশকেও। বাংলাদেশি মাসুদুর রহমান ও জাপানি মাতসুশিমা তমোমি দম্পতির এই সন্তান লালসবুজের জার্সি পরে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন আগেই। সেই লক্ষ্যে বেশ কিছু দিন ধরে ঘরোয়া ফুটবলেও খেলে যাচ্ছেন। পাশাপাশি এবার তো সাবিনা খাতুনের সঙ্গে মালদ্বীপও মাতিয়ে এসেছেন।
দুই জায়গাতে উজ্জ্বল পারফরম্যান্সের পর লাল-সবুজ দলের দরজাও খুলে গেছে সুমাইয়ার সামনে। অলিম্পিক বাছাই দলে ডাক পেয়ে এরই মধ্যে ক্যাম্পেও যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।
মালদ্বীপে ফুটসালে দারুণ পারফরম্যান্স সুমাইয়ার, গোলও পেয়েছেন প্রচুর। সেখান থেকে ফিরে বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া লিগ খেলেছেন। তাতেই দৃষ্টি কেড়েছেন সবার। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন তাই বলেছেন, ‘সুমাইয়া এবার ভালো খেলেছে। মালদ্বীপ ও ঢাকায় ভালো পারফরম্যান্স ছিল ওর। তাই জাতীয় দলে ডাকা হয়েছে। আশা করছি এখানে নিজেকে মেলে ধরে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারবে।’
আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে অলিম্পিক বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। বাছাইপর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।