স্পোর্টস ডেস্ক : এ যেন এক অচেনা বাংলাদেশ। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা দলটি ধুঁকছে বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে কেবল মাত্র একটি জয়ই এখন পর্যন্ত টাইগারদের অর্জন। নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ লক্ষ্য পেয়েও ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে সাকিবের দল।
শনিবার (২৮ অক্টোবর) ডাচদের বিপক্ষে দলীয় ৭০ রানেই প্রথম ছয় উইকেট হারায় বাংলাদেশ। ৭০ বা এর কম রানে ৬ উইকেট হারিয়ে বিশ্বকাপে কখনোই কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। রান তাড়ায় নেমে এত কম রানে সর্বশেষ বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছিল ২০১১ সালে।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ৭৮ রানেই। ১২ বছর পর আবারও এত কম রানে ছয় উইকেট হারিয়েছে সাকিবের নেতৃত্বাধীন দল। ডাচদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগাররা ১৪২ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছে ৮৭ রানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।