জুমবাংলা ডেস্ক : দেশের মানবাধিকার লঙ্ঘন ও বর্তমান মানবাধিকার শীর্ষক আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার ১০ ই ডিসেম্বর বিকাল ৪.৩০মিঃ রাজধানীর পল্টন টাওয়ার মিলনায়তনে এ আলোচনা সভায়,মানবকল্যানে বিশেষ অবদান রাখায় টানা তৃতীয় বারের মত বিশেষ আ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাভারের নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি।জান্নাতুল ইসলাম সুমি বলেন, মানবকল্যানে নিজেকে নিয়োজিত রাখতে পেরে ধন্য মনে করছি।
দেশের সকল বিত্তবানদের প্রতি ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে অনুরোধ করবো। মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার জন্য।আপনার সাধ্য অনুযায়ী আপনার প্রতিবেশী আত্তীয় স্বজন ও সমাজে অবহেলিত মানুষদের সহযোগীতা করুন।
আজ টানা তৃতীয় বারের মত বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সহ এশিয়ান সোসাইটির পক্ষ থেকে বিশেষ আ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় নিজেকে ধন্য মনে করছি। মানবকল্যানে কাজ করতে আমি একটি পারসোনাল ফেইসবুক পেইজ খুলেছি যেটা New parsona Bd আপনার ও আপনাদের প্রয়োজনে সকল বিষয়ে জানতে আমাকে নক করবেন আশা করি।
বাংলাদেশ মানবাধিকার সোসাইটি এর উর্দ্ধতন পরিচালনা পর্ষদ ও সকল কলাকুশলীকে জানাই প্রাণঢালা অভিনন্দন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড মোঃ জকরিয়া (সাবেক সচিব) চেয়ারম্যান বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যাজিষ্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মোঃ আব্দুল মান্নান সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মোঃ সাইদুর রহমান বাচ্চু জাতীয় নির্বাহী কমিটির সদস্য বি এন পি।অনুষ্টানটির সভাপতিত্ব করেন এ্যাডঃ শেখ মোঃ আমির হামজা উপদেষ্টা বাংলাদেশ মানবাধিকার সোসাইটি। অনুষ্ঠানে সাগত বক্তা ছিলেন এস এম আমির হোসেন অপু ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার সোসাইটি।
শুভেচ্ছা বক্তা ছিলেন এম এইস আরমান চৌধুরী মহাসচিব বাংলাদেশ মানবাধিকার সোসাইটি।অঅনুষ্ঠানের শেষে দুস্থ ও শীতার্থ মানুষ এর মধ্যে কম্বল বিতরণ ও মানবাধিকার সম্পর্কে বিশেষ আলোচনা এবং দিকনির্দেশনা মুলক বক্তব্য দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্টানটির পরিসমাপ্তি ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।