স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে ব্যাটারদের ব্যর্থতায় হারের পথে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভারে আট উইকেটে ২০০ রান। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৫৭ রান করেছে শ্রীলংকা।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ১১ ওভারে দুজনে যোগ করেন ৫৫ রান। তবে এরপরই ছন্দপতন। যেখানে ৭ ওভারের মাঝে টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরেন।
শুরুটা মিরাজকে দিয়ে। দাসুন শানাকাকে পুল করতে গিয়ে ২৮ রানে আউট হন তিনি। একই বোলারের মামুলি বাউন্সারে হাস্যকরভাবে আউত হন নাঈম শেখ। এর আগে তিনি করেন ২১ রান। সাকিব আল হাসান ৩ রানের বেশি করতে পারেননি।
লিটন দাসও ১৫ রানে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে পাল্টা লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। দুজনে গড়েন ৭২ রানের জুটি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ২৯ রানে মুশফিক ফিরলে ভাঙে এ জুটি।
শামীম পাটোয়ারি আরো একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে মাত্র ৬ রান করেন তিনি। দলের হয়ে একপ্রান্ত আগলে রেখে লড়ছিলেন হৃদয়। তবে ৮২ রানে তিনি ফিরলে দলের জেতার আশা শেষ হয়ে যায়।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে করুণারত্নে দ্রুত ফেরেন, করেন মাত্র ১৮ রান। এরপর পাথুম নিশাঙ্কার ৪০ ও কুশল মেন্ডিসের ৫০ রানে বড় সংগ্রহের ভিত পায় লংকানরা।
অবশ্য বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে এরপর সাদিরা সামারাবিক্রমা ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেন তিনি। এছাড়া দাসুন শানাকা খেলেন ২৪ রানের ইনিংস।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তিনটি করে এবং শরিফুল ইসলাম দুই উইকেট শিকার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।