চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে লংকানদের উড়িয়ে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অল আউট হয়েছে লংকানরা।

রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে টিকে থাকলো সাকিব আল হাসানের দল।