হোম অফ ক্রিকেট মিরপুরে ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর মঙ্গলবার (১১ জুলাই) দ্বিতীয় ম্যাচেও জয়ের দার প্রান্তে গিয়ে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ দুই ওভারে টাইগ্রেসদের প্রয়োজন ছিল মাত্র ১৪ রান, হাতে ছিল ৫ উইকেট।
সেই রান করতে পারেনি নিগার সুলতানা জ্যোতি বাহিনী। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৫ রানে। তীরে এসে তরী ডোবায় তারা। ফলে ৮ রানের জয় পায় সফরকারীর। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে হরমনপ্রীত কৌর বাহিনী।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হনমনপ্রীত। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮৭ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে জ্যোতিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।