দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বহিস্কার হওয়া ২৮ নেতাকে গত সোমবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। এবার আরও এক নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার ‘সুখবর’ দিল বিএনপি।

দলটি জানায়, স্থগিতাদেশ প্রত্যাহার করে ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরের দলীয় প্রাথমিক সদস্য ফিরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ফরিদপুর জেলাধীন সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতবরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
এর আগে, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



