স্পোর্টস ডেস্ক : এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হংকংকে দুই জোড়া গোল দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করছিল বাংলাদেশ যুব হকি দল। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এএইচএফ কাপ জুনিয়র টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের জালে একে একে ১৪টি গোল করেছে লাল-সবুজের দল। তবে একটি গোলও শোধ করতে পারেনি শ্রীলঙ্কা দল।
এদিন আমিরুল ইসলাম সর্বোচ্চ ছয়, হাসান তিন, হোসেন ও জয় জোড়া গোল এবং আলী এক গোল করেন। ম্যাচের ৭ মিনিটে মো. জয় ফিল্ড গোল করেন। পাঁচ মিনিট পরে আরেকটি ফিল্ড গোল দেন হাসান। প্রথম কোয়ার্টার শেষ হয় ২-০ গোলে।
দ্বিতীয় কোয়ার্টারের প্রথম তিন মিনিটে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। তিন মিনিটের তিনটি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। এই কোয়ার্টারে ৬টি গোল পায় বাংলাদেশ। পরের তিনটি ফিল্ড গোল। ২১ মিনিটে আলী মোহাম্মদ, ২৪ ও ২৭ মিনিটে মো. হোসেন জোড়া গোল করেন। ৮-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও পাঁঁচটি গোল করে। শেষ কোয়ার্টারে আরও এক গোল করে ১৪-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।