বাংলাদেশ সিরিজের সূচি জানাল শ্রীলঙ্কা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

ওই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসসিএল)। কলম্বোর পি সারা ওভালে ওয়ানডে এবং এসএসজি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ।

প্রথমে ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে এবং ২ ও ৪ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। এরপর ৯ মে টি-২০ সিরিজ শুরু হবে। ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-২০ ম্যাচ।

ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ