টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতাই যেন সঙ্গী বাংলাদেশ নারী দলের। পাঁচটি আসর খেলে এখনও জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি নিগার সুলতানরা। উল্টো নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দল

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপটাউনে এদিন আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে স্বর্ণা আক্তার ২২ বলে ৩১ রান করেন। ৩৮ বলে ৩ চারে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন মুর্শিদা খাতুন। এছাড়া শামীমা সুলতানার ব্যাট থেকে আসে ১৪ রান। নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন নিউজিল্যান্ডের ইডেন কারসন। ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন হান্না রো।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। শুরু থেকেই রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের নারীরা। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। ৪৪ রান করা বার্নাডাইনকে ফেরান স্বর্ণা আক্তার। এছাড়া ১৩ রান করে ফেরেন অ্যামেলিয়া কর। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন কর। ৬১ বলে খেলেছেন ৮১ রানের অনবদ্য ইনিংস। তাতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় কিউইরা।

রুবেলের ওই ওভার সম্পর্কে যা বললেন মাশরাফী