‘আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে’

বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্যই ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র কয়েক দিন আগে ভারতের মতো দল যেখানে হোয়াইটওয়াশ হয়ে এসেছে, সেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। এই ফরম্যাটে বাংলাদেশের শক্তিমত্তা এখন সর্বজনস্বীকৃত। তাই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দল
ফাইল ছবি

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়, সেটাও আবার তাদের মাটিতে―এটা অবশ্যই দারুণ এবং ভালো লাগার ব্যাপার। আশা করছি, এটা শুরু। … ২০২৩ বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে, আমার বিশ্বাস এই দলটি সেমিফাইনালে খেলবে। তবে শুধু ভালো খেললে হবে না, ভাগ্যেরও প্রয়োজন আছে। দল যখন ভালো খেলা শুরু করে, তখন তার কিছু দুর্বল জায়গাও থাকে। সেই দুর্বলতা কাটাতে যত বেশি বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ততই ভালো হবে।’

তাসকিনের জন্য এবার ক্ষতিপূরণ চাইলেন মাশরাফি

মাশরাফি আরো বলেন, ‘এই ওয়ানডে দলটি কিন্তু ২০১৫ সাল থেকেই ধারাবাহিকভাবে ভালো করে আসছে। ওয়ানডে ফরম্যাটে খেলতে নামলে ব্রেইন আর মেমোরি খুব ভালোভাবে কাজ করে। আগামী দেড়-দুই বছরে যতগুলো টুর্নামেন্ট আছে, দ্বিপক্ষীয় সিরিজ আছে এবং বিশ্বকাপ―খুব ভালো সুযোগ। এটা অবশ্যই আশাবাদী হওয়ার মতো ফরম্যাট আমাদের জন্য। চারজন ক্রিকেটার আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে। এ ছাড়া লিটন-তাসকিনদের এখন পারফর্ম করার সময়। সেটা করছেও তারা। আবার তরুণদের দিকে তাকালে আফিফ, ইয়াসির, শরীফুল দুর্দান্ত পারফর্ম করছে।’

এক নো বলের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত (ভিডিওসহ)