স্পোর্টস ডেস্ক : তিন জাতি ফুটবল টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিতে বাংলাদেশ দল এখন সৌদি আরবে। দেশটির মদিনা শহরে আবসিক ক্যাম্প করছে জামাল ভুঁইয়ারা। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল।
সৌদির দ্বিতীয় সারির এবং মদিনার টপ ডিভিশনের দল ওহুদ ক্লাব এবং আফ্রিকার দেশ মালাউয়ির সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ- বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
আগামী ১১ তারিখে ওহুদ এবং ১৫ই মার্চ মুখোমুখি হবে মালাউয়ির। ম্যাচ দুটি হবে ক্লোজডোরে। মালাউয়ির বিপক্ষে ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে হলেও সেটা ফিফা টায়ার-১ বিবেচিত হবে বলে জানিয়েছেন নাবিল আহমেদ। ফিফা র্যাংকিংয়ে ১২৪তম স্থানে মালাউয়ি।
আগামী ২২ থেকে ২৮ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে হবে তিন জাতির টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ব্রুনেই ও সিশেলস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।