স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে ইংল্যান্ড দল এখন বাংলাদেশে। ইংল্যান্ডের এই দলের গর্বিত সদস্য ২২ বছর বয়সী তাহের কবির। কিন্তু অবাক করার বিষয়; তাহের একজন বাঙালী। তাঁর বাবা-মা সিলেটের।
তবে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন ইংল্যান্ডে। সেখানেই তাহেরের জন্ম, ছোট থেকে বেড়ে উঠেছেন লন্ডনেই।
তবে ইংল্যান্ড জাতীয় দলে তাহেরের গল্পটা খুব বেশি দিনের নয়। বর্তমানে লন্ডনের কিংস কলেজে লেখাপড়া করছেন তাহের। বেশ কয়েক বছর আগে কিংস কলেজের কাবাডি টিমের হয়ে খেলা শুরু করেন তিনি। তিন বছর ধরে এই কলেজ টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের এই টুর্নামেন্টের জন্য ট্রায়ালের ব্যবস্থা করে ইংল্যান্ড জাতীয় দল, সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান তাহের। বাংলাদেশে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মত ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পেয়েছেন তাহের।
দ্বিতীয়বারের মত বাংলাদেশে এসেছেন তিনি। ১৭ বছর আগে মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন। দ্বিতীয়বার বাংলাদেশে এসে বেশ উপভোগ করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।