আবির হোসেন সজল : লালমনিরহাটের ‘মার্শাল আর্ট কন্যা’ শান্তনার নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে বিশাল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ইতালি থেকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৯টি পদক নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশের প্রতিনিধিরা। এই সাফল্যে নেতৃত্ব দিয়েছেন লালমনিরহাটের কৃতি সন্তান সানজিদা।
ইতালিতে অনুষ্ঠিত XXIII-ITF (ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশন) ওয়ার্ল্ড স্পোর্টস ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিরা এই চমকপ্রদ ফল অর্জন করেছেন। ছবিতে দেখা যায়, এই সাফল্যের প্রধান কারিগর শান্তনা রাণী বাংলাদেশের পতাকা হাতে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং তাঁর গলায় ঝুলছে অর্জিত পদকগুলির একটি।
শান্তার হাত ধরে বাংলাদেশ দল আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একাধিক পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৯টি পদক অর্জন দেশের ক্রীড়া ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় যুক্ত করলো।
এই বিশাল সাফল্যে লালমনিরহাটসহ সারাদেশের মানুষ গর্বিত। দেশের জন্য এমন সম্মান বয়ে আনায় মার্শাল আর্ট কন্যা সানজিদা ও পুরো দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনে মার্শাল আর্টের এই সাফল্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।