স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতে শুরু হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপের এবারের আসরে ১০ দলের মধ্যে আটটি দল সরাসরি জায়গা করে নিয়েছে।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে শ্রীলংকা ও নেদারল্যান্ড।
এবারই প্রথম দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া হবে বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে তারা বিদায় নেয়। গতবারের মতো এবারো বাছাইপর্ব থেকে বিদায় নেয় জিম্বাবুয়ে।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলো খেলবে সেমিফাইনাল।
বাছাইপর্ব চলার কারণে গত ২৭ জুন বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হলেও বাংলাদেশ পায়নি চূড়ান্ত সূচি। বিশ্বকাপের বাছাইপর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।
আগামী ২৮ অক্টোবর কলকাতায় নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে বাংলাদেশ। সেটি হবে আসরে বাংলাদেশের ষষ্ঠ ম্যাচ। ৬ নভেম্বর দিল্লিতে অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
তারিখ প্রতিপক্ষ স্থান
৭ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান ধর্মশালা
১০ অক্টেবর বাংলাদেশ-ইংল্যান্ড ধর্মশালা
১৪ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড চেন্নাই
১৯ অক্টোবর বাংলাদেশ-ভারত পুনে
২৪ অক্টোবর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুম্বাই
২৮ অক্টোবর বাংলাদেশ-নেদারল্যান্ডস কলকাতা
৩১ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান কলকাতা
৬ নভেম্বর বাংলাদেশ-শ্রীলংকা দিল্লি
১২ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুনে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।