ব্যাংক ম্যানেজারকে পেটালেন গ্রাহক! ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি একে অন্যের জামার কলার ধরেছেন। দু’জনেই উত্তেজিত। চলছে প্রবল কথা কাটাকাটি। তাদের মধ্যে একজন ইউনিয়ন ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার, অন্যজন গ্রাহক। এ সময় ম্যানেজারকে ধরে চড় মারতে দেখা যায়। ম্যানেজারও পাল্টা আঘাত শুরু করেন।

ব্যাংকে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) ছিল। হঠাৎ মোবাইলে মেসেজ পেলেন ব্যাংকে জমানো সেই টাকা থেকে শুল্ক কাটা হয়েছে। মেসেজ দেখার পর সোজা ব্যাংকে গিয়ে উপস্থিত হলেন গ্রাহক। কেন টাকা কাটলো? সে নিয়ে বেশ খানিকক্ষণ ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কি করলেন তিনি। কিছুক্ষণ পরই শুরু হলো দুই জনের মধ্যে মারামারি।

জানা গেছে, টাকা ফেরত চেয়ে ব্যাংকের ম্যানেজারকে ধরে চড়-থাপ্পড়, ঘুসি মারা শুরু করেন ওই গ্রাহক। মার খাওয়ার পর প্রতিরোধে হাত চালালেন ব্যাংক ম্যানেজারও। মারামারি থামাতে কার্যত বেগ পান ব্যাংকে উপস্থিত বাকিরা।

ঘটনাটি ঘটেছে গুজটের আমদাবাদে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায়। ভাইরাল হয়েছে মারামারি ও কথা কাটাকাটির ভিডিও।

এক পর্যায়ে দু’জনকে থামাতে গিয়ে ঘাম ছুটে যায় অন্যদের। এক নারী ব্যাংকর্মী কেঁদে ফেলেন। তিনি সবাইকে থামতে অনুরোধ করেন।
সূত্র: এনডিটিভি