সুয়েব রানা, সিলেট : শহরের একটি ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের পর মোঃ সালাউদ্দিন আহমদ (পিতা: নিজাম উদ্দিন, গ্রাম: লামাহাজরাই, মোল্লার গাও ইউপি, দক্ষিণ সুরমা) নিখোঁজ রয়েছেন। গতকাল টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার এবং আত্মীয়স্বজন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
পরিবারের সদস্যরা জানান, সালাউদ্দিন নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মায়ের কান্না থামছে না। নিখোঁজ সালাউদ্দিনের সন্ধানে সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানানো হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি সালাউদ্দিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে:
হৃদয়: 01893903417। মোঃ আজির: 01754092605 । সাদিকুল ইসলাম নাজিম: 01703143279
সকলের প্রতি বিনীত অনুরোধ, মানবিক দৃষ্টিতে এই খবরটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে সালাউদ্দিনকে খুঁজে পাওয়া সম্ভব হবে এবং তার পরিবার এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।