জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরবাসী যখন ইফতার ও দোয়া দরুদে ব্যস্ত ঠিক সময়ে চট্টেশ্বরী মোড় এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে তাদের সেই মিছিল স্থায়ী ছিল মাত্র ৪০ সেকেন্ড। জনমনে আতঙ্ক সৃষ্টি করে এর মধ্যেই তারা সবাই সটকে পড়েন।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মিছিলটি চট্টেশ্বরীর কালিমন্দির ঘেষে এম এম আলী সড়কের দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ওই সময় সড়ক ছিল জনমানবহীন। ইফতারের আজানের সঙ্গে সঙ্গেই মিছিলটি বের হয়। তারা সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়িনাই’ এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছিল। মিছিলে অর্ধ শতাধিক লোক অংশ নেন বলে জানা যায়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই মিছিলের ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের সামনে ছিল কয়েকটি মোটরসাইকেল। পেছনে আনুমানিক ২৫ থেকে ৩০ জন স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা’ এসব স্লোগান দিচ্ছিলেন।
নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামত জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, তারা কেউ রোজা রাখেনি। তা না হলে মাগরিবের আজানের সময় মিছিল কিভাবে করে।
আবার অনেকেই বলছেন, পুলিশের দুর্বলতায় ছাত্রলীগ নগরে বারবার মিছিল করার সুযোগ পাচ্ছে। ডেভিল হান্টে চুনোপুঁটিদের গ্রেপ্তার করা হচ্ছে। যারা এসব কান্ড ঘটাচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে, অথচ অনলাইন ও অফলাইন দুইয়েই তারা সক্রিয়।
এ বিষয়ে জানতে চাইলে নগর উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, ইফতারের কয়েক মিনিট আগ মুহূর্তে ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ভিডিওর মাধ্যমে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সবশেষ গত ৩০ জানুয়ারি নগরের জিইসি এলাকায় মিছিলসহ এ পর্যন্ত পাঁচ দফায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ আটক করলেও শীর্ষ নেতারা অধরা রয়েছেন। এছাড়াও এক এসআইও বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।