জুমবাংলা ডেস্ক : বরগুনার বাজারে আসতে শুরু করেছে ইলিশ। ফলে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম কমতে শুরু করেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌর খুচরা মাছ বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা কেজি দরে। এ সাইজের ইলিশের দাম কয়েকদিন আগেও ছিল ১২০০ টাকা।
পৌর মাছ বাজারের বিক্রেতা রফিক বলেন, পাইকারি বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকায় দাম কম। পাইকারি বাজার থেকে মাছ কিনে অল্প লাভে বিক্রি করছি।
মাহাতাব মুসলিম নামের এক ক্রেতা জানান, বাজারে পর্যাপ্ত ইলিশ আসায় দাম কিছুটা কমেছে। সরবরাহ বেশি থাকলে দাম এমনিতেই কম থাকে। আমি নদীর ইলিশ কেনার জন্য বাজারে এসেছি।
ফারুক নামের এক জেলে বলেন, আগে নদীতে অনেক ইলিশ পেতাম কিন্তু দাম কম ছিল। এখন বড় সাইজের একটা দুইটা ইলিশ মাছ পেলে ভালো দাম পাওয়া যায় বাজারে।
‘কাভি খুশি কাভি গম’-এর সেই ছোট্ট ‘পু’ এখন যুবতী, টেক্কা দিবে বড় বড় নায়িকাদেরকেও
বরগুনা মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল বলেন, রোববার ভোরে কয়েকটি মাছের ট্রলার এসেছে বাজারে। আড়তে কমবেশি মাছ আসতে শুরু করেছে। ফলে দাম কিছুটা কমছে। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ইলিশের মূল মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর মাস। সাগর ও স্থানীয় নদীগুলোতে প্রচুর পরিমাণ বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। আগের তুলনায় দামও কমেছে মাছের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।