স্পোর্টস ডেস্ক : আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ঝালটা এল ক্লাসিকো জিতেই মেটালো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌসুমের প্রথম দেখাটা জয় দিয়েই রাঙালো কাতালানরা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে জাভি শীষ্যরা। একই সঙ্গে ধুলায় মিশিয়ে দিয়েছে লস ব্লানকোসদের হ্যাটট্রিক জয়ের স্বপ্ন।
টেক্সাসের এট এন্ড টি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই টানা দুই জয় পাওয়া রিয়াল আগ্রাসী হয়ে ওঠে কাতালানদের ওপর। একের পর আক্রমণ চালাতে থাকে বার্সার জাল লক্ষ্য করে।
কিন্তু গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা বার্সার অতন্দ্র প্রহরী টার স্টেনজেনের সুবাদে সফলতার দেখা মেলেনি তাদের। উল্টো ম্যাচের ১৫তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন উসমান দেম্বেলে।
গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া মাদ্রিদ আরও বেপরোয়া হয়ে ওঠে। আক্রমণের ধার বাড়ালেও গোল বের করে আনতে ব্যর্থ হতে হচ্ছিল প্রতিবারই। এতে করে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই শিবিরের ফুটবলাররাই আক্রমণের পসরা সাজিয়ে বসেন। তবে এক্ষেত্রে শেষ হাসিটা হাসে বার্সাই। ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ। ডি বক্সের বাহিরে থেকে নেয়া জোড়ালো শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
বার্সার গোল উৎসবের তখনো যে বাকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফারান তোরেস। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় কাতালানদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।