জুমবাংলা ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা আট থেকে আশি প্রতিটি মানুষ ব্যবহার করে। এছাড়াও বর্তমান প্রজন্মের মানুষের কাছে সোশ্যাল মিডিয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আর মানুষ প্রতি মুহূর্তেই এর ব্যবহার করছে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষের সাথে যোগাযোগ করার পাশাপাশি মনোরঞ্জনেরও একটি অন্যতম মাধ্যম হয়ে উঠে সোশ্যাল মিডিয়া। এমনকি সমাজের একশ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে নিজেদের রোজগারের মাধ্যমে হিসেবে।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিওতে ছড়াছড়ি। সেই সমস্ত ভিডিওতে কখনো দেখা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কীর্তিকলাপ। আবার কখনো চোখে পরে বিভিন্ন পশুপাখিদের কাণ্ডকারখানা। আর প্রতিটি মানুষ এই সমস্ত ভিডিওই বেশ আনন্দের সহিত উপভোগ করলেও পশুপাখিদের ভিডিওগুলি প্রতিটি মানুষকে বিশেষ করে আকর্ষিত করে। যার কারণে এই ভিডিওগুলি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতে বেশি একটা সময় লাগে না। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হল।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটো টিয়া পাখি হুবহু মানুষের মতো ঝগড়া করছে। আর তাদের মধ্যে একটি পাখির নাম ‘মিলন’ (Milon) ও আরেকটির নাম ‘মিঠু’ (Mithu)। দুজনের মধ্যে একজনের গায়ের রং সাদা ও আরেকজনের সবুজ।
ভিডিওটির শুরুতে এই দুটি পাখিকে একটি গাছের ডালে বসে নিজেদের মতো করে কথা বলতে দেখা যাচ্ছে। আর এরপরই হঠাৎ করেই দুজনের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। পাখিদের ভাষা মানুষ এখনো বুঝে উঠতে না পারলেও তাদের ধরন দেখলে বোঝা যাচ্ছে যে তারা পরস্পরের সাথে ঝগড়া করছে।
এরপর সেখানে দুজনের মালিক এসে উপস্থিত হলে দুজনের মধ্যে একজনকে আদর করতেই আরেকজন বেজায় খেপে যায় ও ঠোঁট দিয়ে মারামারি শুরু করে দেয়। প্রায় বছরখানেক আগে ‘মিয়ান মিঠু’ (Mian Mithu) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে দুই টিয়া পাখির এই ঝগড়া করার ভিডিওটি আপলোড করা হয়। যা বর্তমানে পৌঁছে গিয়েছে প্রায় ৬০ হাজার মানুষের কাছে। এর পাশাপাশি দুই টিয়া পাখির লড়াই দেখে ভিডিওটিকে লাইক করেছেন প্রায় শত শত মানুষ। আর বর্তমানে এই ভিডিওটি হয়ে উঠেছে নেট দুনিয়ার অন্যতম সেন্সেশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।