বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়েছে। চলতি বছর রাখী পূর্ণিমার দিন স্বস্তিকা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তার একটি অস্ত্রোপচার হবে। ১০ সেপ্টেম্বর সেটি হবে বলেও জানা যায়। সূত্রের খবর অনুসারে, ইতিমধ্যে হয়ে গেছে অপারেশন।
তবে কেন অপারেশন করা হয়েছে অভিনেত্রীর সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও স্ত্রীরোগ সংক্রান্ত কোনো কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন একেবারে সুস্থ আছেন তিনি। ইতিমধ্যে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরে এসেছেন।
চিকিৎসকরা নাকি তাকে ন্যূনতম এক মাস বিশ্রাম নিতে বলেছেন। কোনো রকম কাজ তাই এই সময়ে রাখতে পারবেন না অভিনেত্রী। বর্তমানে কলকাতাতেই আছেন তিনি।
খবর অনুসারে, চলতি বছর নভেম্বর মাস থেকেই বাংলাদেশে শুটিং শুরু হওয়ার কথা স্বস্তিকার।
অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। অভিনেত্রী বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘আগামী সপ্তাহে আমার একটা অপারেশন হবে। তাই আজ রক্ত পরীক্ষা করতে এসেছিলাম।’
অভিনেত্রীর অসুস্থতা বা অস্ত্রোপচারের খবরে উদ্বেগ প্রকাশ করেন অনেক অনুরাগী। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন।
তবে এখন বিপদ কেটে গেছে তার। সুস্থও আছেন তিনি। সামাজিক মাধ্যমে নতুন একটি কাজের পোস্টও করেছেন স্বস্তিকা। অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে ভক্তরাও খানিক আশ্বস্ত যে ভালো আছেন তিনি।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে স্বস্তিকার ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। সম্প্রতি সিনেমার থেকেও বেশি অভিনেত্রীকে দেখা যাচ্ছে ওয়েব সিরিজে। বলাবাহুল্য, অভিনেত্রীকে যেকোনো চরিত্রে, যেকোনো সাজেই পর্দায় দেখে অভ্যস্ত ভক্তরা। তারা পছন্দও করেন অভিনেত্রীকে। তাই অস্ত্রোপচারের মতো সংবাদ শুনে খানিক ঘাবড়ে গিয়েছিলেন সকলেই। আপাতত যে চিন্তার কিছু নেই তা জেনে স্বস্তিতে অভিনেত্রীর অনুরাগীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।