স্পোর্টস ডেস্ক : রান তাড়ায় নেমে ৪৬ রানের জুটি গড়েন ঢাকার দুই ওপেনার উসমান গনি (১৯ বলে ৩০) এবং সৌম্য সরকার। ব্যাট হাতে টানা ব্যর্থ সৌম্য আজ একটি করে চার-ছক্কায় ১৫ বলে ১৬ রানে আউট হন। রানআউটের কবলে পড়েন মোহাম্মদ ইমরান (৩)। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ঢাকা অধিনায়ক নাসির হোসেন আর মোহাম্মদ মিঠুন। কিন্তু তাদের ব্যাটিংয়ে গতি না থাকায় রান আর বলের ব্যবধান বেড়েই যাচ্ছিল।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। নাসির হোসেন-মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঢাকা দল। এদিন ম্যাচের শেষ বল পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছেন নাসির। এরপর ৫৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঢাকার এই অধিনায়ক।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলে ফরচুন বরিশাল। দলীয় ১১ রানেই সাইফ হাসান (১০) আউট হয়ে যান। অপর ওপেনার এনামুলও ৬ রানের বেশি করতে পারেননি। দুজনের ক্যাচ নিয়েছেন তাসকিন। ১৭ রান করা মেহেদি মিরাজকে দারুণ একটা বলে বোল্ড করেন নাসির হোসেন।
এর আগে চতুরাঙ্গা ডি সিলভাকে ১০ রানে ফেরান ঢাকা অধিনায়ক। মাঠে শুরু হয় সাকিব-ইফতেখারের ঝড়। মাত্র ১৭ বলে ৪ চার ১ ছক্কায় ৩০ রান করেন সাকিব। তাকে বোল্ড করেন মুক্তার আলী। তবে ইফতেখার ৩৪ বলে ৫৬* রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ ৩১ বলে করেন অপরাজিত ৩৫* রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।