জুমবাংলা ডেস্ক : আবারও শোকজ পেয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এবার শোকজ করা হয়েছে তার প্রচারপত্রে জাতির জনকের ছবি বেআইনিভাবে ব্যবহার করেছেন।
গতকাল রবিবার হবিগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই শোকজ করেন। ২ জানুয়ারি মঙ্গলবারের মাঝে এ ব্যাপারে জবাব দাখিলের জন্য আদেশ দেওয়া হয়।
কারণ দর্শানোর নেটিশে বলা হয়, গত ২৭ ডিসেম্বর নৌকার সমর্থক আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি রির্টানিং অফিসার বরার অভিযোগ দায়ের করেন যে, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার প্রচারপত্রে জাতির জনকের ছবি ব্যবহার করেছেন। প্রচারপত্রের নমুনকপিসহ অভিযোগটি অনুসন্ধান কমিটির নিকট পাঠানো হলে ব্যারিস্টার সমুনকে শোকজ করা হয়।
এ ব্যাপারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, তিনি শোকজ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মাঝেই জবাব দাখিল করবেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন নির্দিষ্ট দলের সম্পদ নন।
জাতির পিতা হিসাবে সবাই তার ছবি ব্যবহার করতে পারবে। সেই চিন্তা থেকেই এই ছবি ব্যবহার করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী বলেই এই ছবি ব্যবহার করেছি।
এর আগে ব্যারিস্টার সুমনকে নির্বাচন কমিশনের তদন্ত কমিটি অভিযোগ আনে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুরের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।