জুমবাংলা ডেস্ক : এ ঘটনায় মঙ্গলবার (২১ জুন) বিকেলে ওই নববধূর স্বামী ইব্রাহিম মিয়া স্ত্রী নিখোঁজের ব্যাপারে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্বামী ইব্রাহিম বন্দর উপজেলার একরামপুর এলাকার বাসিন্দা।
তবে পুলিশ ও এলাকাবাসীর ধারণা, নববধূ নিজের ইচ্ছাতেই কারো সঙ্গে পালিয়ে গেছেন।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুন) বন্দর থানাধীন সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর এলাকার মোকসেদ আলী মিয়ার ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই এলাকার এক মেয়ের সঙ্গে পারিবারিক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়।
কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার পর বরযাত্রীর সঙ্গে নববধূকে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে বাসর রাতে স্বামী ইব্রাহিমকে টয়লেটে যাওয়ার কথা বলে নববধূ ঘর থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। টানা চারদিন কনের নিকট আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথাও নববধূর সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় গিয়ে জিডি করেন স্বামী ইব্রাহিম মিয়া। থানা পুলিশের সহায়তা চান তিনি।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দা সাহা বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা ওই নববধূকে উদ্ধারের চেষ্টা করছি।
কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না জানতে চাইলে ওসি বলেন, এমন হওয়াটাই স্বাভাবিক। বাসর রাতে নববধূ কারো সঙ্গে পালিয়ে গেছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বাবার বাড়ির লোকজনের কাছ থেকে এ ধরণের তথ্য নেয়ার চেষ্টা করছি। আশা করি শিগগিরই তার সন্ধান পাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।